আমরা বিয়ের পর দশবছর যাবৎ নিঃসন্তান ছিলাম। বহু ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমরা কোনভাবেই সন্তান নিতে পারছিলাম না। আমরা হতাশাগ্রস্থ হয়ে পরেছিলাম, আল্লাহ বুঝি আমাদের সন্তানের বাবা-মা হওয়ার তৌফিক দেননাই। একদিন ভুলতা জেনারেল হাসপাতালের একজন আমাকে ডা: উম্মে সালমা ম্যাডামকে দেখাতে বললেন। তরপর আমরা ওনার সাথে দেখা করি। ম্যাডাম আমাদের সব কথ মনোযোগ দিয়ে শুনেন এবং আমাদের পূর্বের চিকিৎসাপত্রগুলো ভালো করে দেখেন এবং আমাদের চিকিৎসা শুরু করেন। প্রায় ৩ মাস ম্যাডামের চিকিৎসা নেয়ার পর আল্লাহর মেহেরবানীতে আমার স্ত্রী কনসিভ করে। আমার স্ত্রী গর্ভধারণকালিন সময়ে ম্যাডাম প্রতিনিয়ত খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। ম্যাডামের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে ১৯ সেপ্টেম্বর 2019 আমার দু’ইটি যমজ সন্তান লামিয়া ও রাবিয়া জন্মগ্রহণ করে। যমজ শিশু ভুমিষ্ঠ হওয়ার পরও ম্যাডাম প্রতিনিয়ত বাচ্চাদের খোঁজ-খবর নিয়েছেন এবং এখনও খোঁজ-খবর নেন। আমরা আমাদের সন্তানদের জন্য সকলের কাজে দোয়া চাই। আমারা ম্যাডামের জন্য সবসময় আল্লাহর কাছে দেয়া করি উনি যেন দীর্ঘায়ূ পান এবং সুস্থ থাকেন।
মোহাম্মদ লাভলু মিয়া-নিলুফার ইয়াসমিন
রূপগঞ্জ, নারায়নগঞ্জ
Age of the lady was 25 years with history of infertility for 10 years. She was diagnosed as a case of fibroid uterus. Then after treatment she got pregnant. The whole journey of pregnancy was not uneventful. At last, at 35th weeks of pregnancy she developed pre-mature rupture of membrane. Then LUCS was done. Two angels were delivered and needed NICU support for 3 days. Now they are 3 years old and came to my chamber to meet with me. It is a real pleasure for me.